প্রধানমন্ত্রী আবাস যোজনা কি ? আপনারা কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে চান! প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের যোগ্যতা! প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ-সুবিধা গুলি কি কি! এই সমস্ত বিষয়বস্তুগুলি যদি আপনাদের মনে থেকে থাকে তবে আজকে এই প্রতিবেদনটিতে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনারা যদি আমাদের প্রতিবেদনটি পড়েন।
২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সরকারি প্রকল্পের কথা ঘোষণা করে তার লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে ভারতবর্ষে সমস্ত আবাসহীন মানুষদের জন্য ঘরের ব্যবস্থা করে দেওয়া। এর মূল কারণ ছিল ভারতের স্বাধীনতা হওয়ার ৭৫ বছর পূর্ণ হবে সেই সময়। এক সমীক্ষা করে দেখা গিয়েছে শহর অঞ্চলে ২০১৫ সাল থেকে ২৫ নভেম্বর ২০২৪ অবধি মোট ১ কোটি ১৮ লাখ ঘর অনুমোদিত হয়েছে যার মধ্যে ৮৯ লাখ ঘর অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর গ্রামীণ অঞ্চলে মোট ৩.৪৩ কোটি ঘর অনুমোদিত হয়েছে যার মধ্যে ২.৬৯ কটি ঘর অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে।
| প্রকল্পের নাম | Completed / Delivered ঘর | আনুমানিক উপকারভোগী পরিবার |
|---|---|---|
| PMAY-U | ৮৯ লাখ | ৮৯ লাখ |
| PMAY-G | ২.৬৯ কটি ঘর | ২.৬৯ কটি ঘর |
| মোট | ৩.৫৮ কটি ঘর | ৩.৫৮ কটি ঘর |
প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য কি ?
এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল লক্ষ্য ছিল। ২০২২ সালের মধ্যে ভারতের প্রত্যেকটি নাগরিকদের জন্য একটি পাকা বাড়ির সুনিশ্চিত করা। যে সমস্ত গৃহীন ও দুর্বল গোষ্ঠীর মানুষ রয়েছে তা শহরে হোক কিংবা গ্রামে সেই সমস্ত পরিবারগুলোকে নিরাপদ সম্মানজনক এবং টেকসই একটি পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া।
কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পাবে ? কোন স্তরের মানুষজনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে ?
যে সমস্ত গৃহহীন দুর্বল গোষ্ঠীর মানুষেরা যাদের নিজস্ব পাকা বাড়ি নেই বা পরিবারে কেউ পাকা বাড়ি উপভোগ করেনি যাদের বাৎসরিক আইন ২ লক্ষ টাকার নিচে সেই সমস্ত পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনা সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও দিনমজুর কৃষক গৃহকর্মী শ্রমিক ছোট ব্যবসায়ী ইত্যাদি ও পরিবার মহিলা কেন্দ্রিক হয়ে থাকলে এই সমস্ত সম্প্রদায়ের পরিবার গুলি এই সুবিধা আগে উপভোগ পাবে।
কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন ? প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন পদ্ধতি!
আবেদনকারী যদি শহর কেন্দ্রীয় হয়ে থাকে অর্থাৎ শহরে বসবাস করে থাকে তবে তারা সহজে অনলাইনে সাইবার ক্যাফে থেকেও আবেদন করতে পারবেন আবেদনকারী যদি গ্রামীণ হয়ে থাকে তবে সংশ্লিষ্ট ভিডিও অফিস ও পঞ্চায়েত দ্বারা অফলাইন ফরম ফিলাপ করেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
১) শহর আঞ্চলের জন্য- শহরবাসীদের আবেদন করার জন্য https://pmaymis.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানে দুটি অপশন দেখতে পাবেন ১) For Slum Dwellers (যারা বস্তিতে বসবাস করে) ২) Benefits Under 3 components আবেদন করার আবেদনকারী কে আধার নাম্বার দিয়ে প্রসেসিং করতে হবে। এখানে আবেদন করতে হলে আবেদনকারীর নাম ঠিকানা পরিবারের সদস্য সংখ্যা আই বর্তমান ঘরের অবস্থা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।
২) গ্রামে বসবাসকারীদের জন্য- লোকাল ভিডিও অফিসে গিয়ে কন্টাক্ট করতে হবে সেখান থেকে অফলাইনে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি ফিলাপ করে আপনার লোকাল পঞ্চায়েত মেম্বার এর কাছ থেকে সই নিয়ে সেটিকে পঞ্চায়েতে জমা করাবেন পঞ্চায়েত সেটিকে ভিডিও অফিসে পাঠাবে। সেখান থেকে আপনার জায়গার দিকে ভেরিফিকেশন করবে এবং আপনার যাবতীয় তথ্য তারা খুঁটিয়ে দেখবে। আপনি যদি তার উপযোগী হয়ে থাকেন তবে আপনাকে এই প্রকল্পের জন্য মনোনীত করবে।
আবাস যোজনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি কি ? প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট ?
যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আয়ত্তে পড়ছেন আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনে বা অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে সবার প্রথম যে সমস্ত ডকুমেন্টগুলি বা নথি গুলি কে জোগাড় করে রাখতে হবে সেগুলি নিচে বিবৃত হল-
১) আবেদনকারীর রেশন কার্ড
২) আবেদনকারী আধার কার্ড
৩) বাৎসরিক ইনকাম এর প্রমাণপত্র
৪) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ১৯৯৩ সালের আগের দলিলের জেরক্স কপি
৫) ভোটার কার্ড বা অন্য পরিচয় পত্র
৬) ব্যাংক একাউন্টের ডিটেইলস
৭) পাসপোর্ট মাপের ছবি
প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কত টাকা আর্থিক সহায়তা পাবেন ? আবাস যোজনার জন্য কত টাকা দেয়া হয়ে থাকে ?
প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করলে আপনাকে যে পরিমাণ আর্থিক সহায়তা করে থাকে সেগুলি হল-
শহর অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেওয়া হয়
| অঞ্চল/ব্যবহার | আর্থিক সহায়তার পরিমাণ |
|---|---|
| সাধারণ অঞ্চল | ₹1.20 লাখ (পাকা ঘরের জন্য) |
| দুর্গম / পাহাড়ি / উত্তর-পূর্ব অঞ্চল | ₹1.30 লাখ |
| শৌচালয় নির্মাণের জন্য (যদি না থাকে) | ₹12,000 (পৃথকভাবে) |
| শ্রেণি | বার্ষিক আয় | সুদের হ্রাস (Subsidy) | প্রযোজ্য ঋণের পরিমাণ | সর্বোচ্চ সাবসিডি |
|---|---|---|---|---|
| EWS (অতি দুর্বল) | ₹3 লাখ পর্যন্ত | 6.5% | ₹6 লাখ | ~ ₹2.67 লাখ |
| LIG (দুর্বল) | ₹3–6 লাখ | 6.5% | ₹6 লাখ | ~ ₹2.67 লাখ |
| MIG-I | ₹6–12 লাখ | 4% | ₹9 লাখ | ~ ₹2.35 লাখ |
| MIG-II | ₹12–18 লাখ | 3% | ₹12 লাখ | ~ ₹2.30 লাখ |
